জামালপুর

জামালপুরে ছাত্র জমিয়তের আনন্দ মিছিল

শাওন মোল্লা,জামালপুর: স্বৈরতন্ত্র ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং ফ্যাসিবাদমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামালপুরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ জামালপুর জেলা শাখা।

বৈষম্য ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে পদযাত্রা এবং ফ্যাসিবাদমুক্ত বিজয়ের মাস উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয়।

বুধবার বিকেলে জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লম্বাগাছ এলাকায় গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলের শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমি।

তিনি বলেন-‘আমরা এমন একটি সমাজ চাই যেখানে সকলের অধিকার নিশ্চিত থাকবে, কেউ বৈষম্যের শিকার হবে না। গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রেদুয়ান মাজহারি, জেলা শাখার সভাপতি  মোবারক হুসাইন,জেলা জমিয়তের সভাপতি মাওলানা আবুল কাশেমসহ আরো অনেকে।

বক্তারা বলেন-‘বর্তমান সময়ে ফ্যাসিবাদী আচরণ, বাকস্বাধীনতার দমন ও রাষ্ট্রীয় বৈষম্য ক্রমেই বেড়ে চলেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ছাত্রসমাজকে সোচ্চার হতে হবে এবং সংগঠিত হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।’

সমাবেশ শেষে ফ্যাসিবাদমুক্ত দেশ গঠনের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্র ও তরুণদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পুরো আয়োজনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Related Articles

Back to top button