দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের করা মামলায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর মধ্যপাড়া গ্রাম।

দিনের বেলা কিছু পুরুষ লোককে ক্ষেতখামারে কাজ করতে দেখা গেলেও রাতে বাড়িতে থাকেন না কেউ। গ্রেপ্তার এড়াতে ওই গ্রামের পুরুষেরা যে যার সুবিধা মতো স্থানে অবস্থান করছেন বলে জানা গেছে।

গত সোমবার সরেজমিনে তিলকপুর মধ্যপাড়া গ্রামে গিয়ে দেখা যায় এমন চিত্র। এসময় কয়েকজন নারীর দেখা মেলে ওই গ্রামে।

তারা জানান, মামলায় নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতপরিচয় আসামী করা হয়েছে। এ কারণে এ গ্রামের সবাই গ্রেপ্তারের ভয়ে আছেন। তারা গ্রামে অবস্থান করছেন না।

মধ্যপাড়ার পাশের কাউনেরচর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, গ্রেফতার আতঙ্কে তিলকপুর গ্রামের পুরুষেরা বাড়িতে থাকেন না। শুধু নারী, শিশু ও বৃদ্ধরা বাড়িতে আছেন। মামলাটি মিমাংসা হলে তারা বাড়িতে ফিরবেন বলে জানান তিনি।

গ্রামটির পাশেই তিলকপুর বাজার সেখানে গিয়ে কিছু দোকানপাট খোলা দেখা যায়। অন্য দোকানগুলো বন্ধ।

ওই বাজারের দোকানদার ফজলু মিয়া জানান, তিলকপুর মধ্যপাড়া গ্রামে পুরুষ না থাকায় বাজারে লোকজনের সমাগম কম। এ কারণে অনেক দোকান বন্ধ। দোকানীদের বেচাকেনা কমে গেছে । কিছু লোকের কারণে সাধারণ মানুষ আতঙ্কে দিনযাপন করছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, মাদক কারবারিকে ধরতে গিয়ে ডিবি পুলিশ হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে। মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ ডিবি-২ তদন্ত করছেন।

গত ৩০ জুন সন্ধ্যায় তিলকপুর আজাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিদের ধরতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় লাল মিয়া ও জুয়েল নামের দুই ব্যক্তিকে মাদকসহ আটক করে ডিবি-২ সদস্যরা। পরে ওই এলাকার সংঘবদ্ধ একটি চক্র ডিবি পুলিশের ওপর হামলা করে গ্রেপ্তার মাদক কারবারিদের ছিনিয়ে নেয়। হামলায় আহত হোন ডিবি পুলিশের মো. ফরিদ ও মেহেদী হাসান মোশারফ নামের দুই সদস্য।

এ ঘটনায় ১ জুলাই ৩০ জনের নাম উল্লেখ্য করে এবং ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামী করে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান। ওই মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছেন ডিবি পুলিশ।

Related Articles

Back to top button