শেরপুরে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুরের নকলায় ভিমরুলের কামড়ে রায়হান মিয়া নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মমিনাকান্দা ভাইট্টাবাড়ী এলাকায় ওই ঘটনা ঘটে।
মৃত রায়হান ওই এলাকার খোরশেদ আলীর পুত্র।
রায়হানের স্বজনেরা জানান-মঙ্গলবার ভোরে শিশু রায়হান ঘুম থেকে উঠে অন্য শিশুদের সাথে বাড়ির পাশেই খেলাধুলা করছিল। ওইসময় হঠাৎ তাকে ভিমরুল কামড় দেয়। পরে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিলে পরিবারের লোকজন তাকে নিয়ে বাড়ি চলে যান।
পরে শিশু রায়হানের শারীরিক অবস্থা অবনতি হলে তাকে আবারও নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের সদস্যরা।
তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করলে পথিমধ্যে মারা যায় সে।