বকশীগঞ্জে ঝুলন্ত অবস্থায় মিললো নববধূর মরদেহ
মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে বিয়ের মাত্র ২৬ দিনের মাথায় ১৯ বছর বয়সী এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই তরুণীর নাম মিলি আক্তার।
বৃহস্পতিবার ভোরে উপজেলার মেষেরচর পশ্চিম পাড়ায় স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নিহত মিলি আক্তার ওই গ্রামের রোমান মিয়ার স্ত্রী এবং কাগমারি পাড়া গ্রামের ফকির আলীর মেয়ে।
শ্বশুরবাড়ির লোকজনের দাবি- রাতে খাবার খেয়ে মিলি নিজের ঘরে ঘুমাতে যান। সকালে ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।
তবে মিলির বাবা ফকির আলী হত্যার অভিযোগ করে বলেন- ‘আমার মেয়ে কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না। বিয়ের এত অল্প সময়ের মধ্যে এমন ঘটনা ঘটার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না।’
নিহত মিলি আক্তারের বড় ভাই মাহিন বলেন- “আমার বোন যদি আত্মহত্যাই করবে, তাহলে পুলিশ গিয়ে লাশ নামাতো। কিন্তু আমরা দেখেছি, বোনের মাথার বিভিন্ন অংশে এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল।”
তিনি আরও অভিযোগ করেন, “ঘটনার পরপরই শ্বশুরবাড়ির লোকজন কেন পালিয়ে গেলো? আমার বোনকে হত্যা করে গলায় ফাঁস দেওয়ার নাটক সাজানো হয়েছে।”
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত চালাচ্ছে।