জামালপুর

জামালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

শাওন মোল্লা, জামালপুর: `অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো জামালপুরেও পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে এ উপলক্ষে জামালপুর শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক এর কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  হাসিনা বেগম। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা, জেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল কবির সহ , মৎস্য চাষি প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময়  বক্তারা বলেন-দেশীয় মাছের উৎপাদন বাড়াতে হলে অভয়াশ্রম প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণের কোনো বিকল্প নেই। প্রাকৃতিক জলাধারসমূহে দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখতে হলে জনসচেতনতা তৈরি ও আধুনিক চাষপদ্ধতির প্রসার ঘটাতে হবে।

বক্তারা আরও বলেন- জাতীয় মৎস্য সপ্তাহের মাধ্যমে সাধারণ মানুষকে দেশীয় মাছ চাষে উদ্বুদ্ধ করা এবং জলজ পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

এর আগে শহরের জামালপুর শহরের হর্টিকালচাল সেন্টার পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

Related Articles

Back to top button