জামালপুর

জামালপুর জেলা বিএনপির সম্মেলন সফল করতে শ্রমিক দলের মিছিল

হৃদয় আহাম্মেদ,জামালপুর: আগামী ২৩শে আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন সফল করার লক্ষ্যে জেলা শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের গেটপাড়ে অবস্থিত বিএনপির জেলা কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। মিছিলে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি আবু সোবাহান।

সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মিছিলের কার্যক্রম শেষ হয়।

Related Articles

Back to top button