রৌমারী-চর রাজিবপুর

রৌমারীতে বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা

মাসুদ পারভেজ,রৌমারী (কুড়িগ্রাম): বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ মেনে চলি, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় উপজেলার যাদুরচর ইউনিয়ন ফেডারেশন অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্পের সভাপতি নাসির হোসেন নিলয়। সভায় বক্তারা বাল্যবিবাহের কুফল তুলে ধরে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, অল্প বয়সে বিয়ে দিলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, সেই সাথে শিক্ষা ও আলোকিত ভবিষ্যৎ থেকেও বঞ্চিত হয়।

অনুষ্ঠানের আয়োজন করে যাদুরচর যুব সমাজ কল্যাণ সংগঠন, রৌমারী, কুড়িগ্রাম। এতে সহযোগিতা করে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ।

আয়োজকরা জানান-এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসীকে সম্পৃক্ত করে একটি বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা আফছার আলী আঙ্গুর, উপজেলা যুব উন্নয়ন সহকারি কর্মকর্তা আপেল মাহমুদ, যাদুরচর ইউপি সদস্য ও ফেডারেশন সভাপতি হযরত আলী, ইউপি সদস্য ময়নাল হক, অভিভাবক মজিবুর রহমান, সংগঠনের কোষাধ্যক্ষ মায়শা আক্তার মিমসহ আরও অনেকে।

Related Articles

Back to top button