বকশীগঞ্জ

বকশীগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভা

মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বকশীগঞ্জ পৌর শহরের হাসপাতাল রোডের কাঠ গোলাপ রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় কমিটির সদস্যরা দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় আসন্ন বিভিন্ন সাংগঠনিক কর্মসূচির রূপরেখা তৈরি এবং দলের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কর্মসূচিগুলো হলো-আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন, ২৭ আগস্ট দেওয়ানগঞ্জে একটি বৃহৎ কর্মী সমাবেশ এবং ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

সম্প্রতি ঘোষিত বকশীগঞ্জ উপজেলা বিএনপির কমিটিতে সভাপতি হিসেবে আলহাজ মানিক সওদাগর এবং সাধারণ সম্পাদক হিসেবে জাহিদুল ইসলাম প্রিন্স দায়িত্ব পেয়েছেন। তাঁদের নেতৃত্বে আয়োজিত প্রথম এই সভায় পরিচয়ের পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা।

নবগঠিত কমিটির সভাপতি আলহাজ মানিক সওদাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হক সঞ্জু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কমান্ডার নওশেদ আলী, সহ-সভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হক, মোতালেব সরকার, গাজী মোস্তাফিজুর রহমান মিস্টার, জাহাঙ্গীর আলম পুলক, গাজীউর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুজ্জামান সোনা মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, দপ্তর সম্পাদক অধ্যাপক বজলুর রশিদ, ছাত্র বিষয়ক সম্পাদক জুবাইদুল ইসলাম শামীম এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আশিকুর রহমান তুলন।

বক্তারা বলেন- নতুন কমিটির নেতৃত্বে বকশীগঞ্জ উপজেলায় বিএনপি আরও সুসংগঠিত হবে এবং যেকোনো পরিস্থিতিতে দলীয় কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

এসময় সদর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে নবাগত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভা শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Related Articles

Back to top button