ইসলামপুর
ইসলামপুরে সাবেক যুবলীগ নেতার বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

ফিরোজ শাহ,ইসলামপুর: জামালপুরের ইসলামপুরে সাবেক যুবলীগ নেতার বাড়ি থেকে অটল নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকালে উপজেলার আমতলী বাজারের পাশে সাবেক যুবলীগ নেতার টারজানের ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাকছুদুল হাসান অটল উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ গ্রামের সোনা পালোয়ানের ছেলে। তিনি বগুড়া জেলায় বসবাস করতেন । এদিকে টারজান উপজলোর চিনাডুলি ইউনিয়ন যুবলীগের পদধারী নেতা ছিলেন এবং শেখ হাসিনা সরকার পতনের আগে পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুল ইসলাম জানান- সকালে টারজানের তালাবদ্ধ ঘরে থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে প্রবেশ করে স্থানীয়রা। পরে যুবকের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরন করে। তবে পারিবারিক কলহের কারনে অটল আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত অটল ও সাবেক যুবলীগ নেতা টারজান আত্মীয় ছিলেন বলে জানায় স্থানীয়রা।