রৌমারী-চর রাজিবপুর

কুড়িগ্রামের বালিয়ামারী সীমান্তে ভারতীয় মেডিসিন আটক

মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম): মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়’ এমনই মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে কুড়িগ্রামের চর রাজিবপুর বেপারীপাড়া মোড় বর্ডার হাট নামক স্থানে বিজিবির টহলদল ভারতীয় বিভিন্ন মেসিন জব্দ করেছে বিজিবি সদস্যরা।

সোমবার ২৫ আগস্ট সহকারি পরিচালক ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জামালপুর (৩৫ বিজিবি‘র) ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমান জানান, বালীয়ামারী সীমান্ত নামক স্থান দিয়ে ভারত হতে বাংলাদেশে পাচারের সময় বিশেষ বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৭২/৭ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেপারি পাড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় মোট ৩ হাজার ৯ শত ৯৫ পিস ভারতীয় মেডিসিন ও ট্যাবলেট আটক করতে সক্ষম হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে সীমান্ত সুরক্ষার দৃঢতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ৩৫ বিজিবি সদস্যরা।

Related Articles

Back to top button