জামালপুরে জলবায়ু পরিবর্তন: প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক কৃষক সংলাপ
শফিকুল ইসলাম, জামালপুর: জামালপুরে জলবায়ু পরিবর্তন: প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক কৃষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগষ্ট) দিনব্যাপী জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউএন ওমেন এর সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গণচেতনা এই সংলাপের আয়োজন করে।
গণচেতনার সভাপতি শামীমা খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জাকিয়া সুলতানা।
এছাড়াও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মঞ্জুর আলম, জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা এটিএম হাবিবুর রহমান, জেলা মৎস্য অফিস উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক মো: রেজাউল করিম, গণচেতনার কর্মসুচি সমন্বয়কারী ফাতেমা নার্গিস, কৃষক শাহিন মন্ডল, রহিমাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে চাষাবাদেও বিরূপ প্রভাব পড়ে। ফসলের রোগবাইল সম্পর্কে কৃষকদের সচেতন হতে হবে এবং কৃষি অফিসের পরামর্শ নিতে হবে। বাংলাদেশের জলবায়ুর সাথে মিল রেখে কোন সময় কোন ফসল চাষ করলে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি কোন ফসলে কি ধরণের পুষ্টি রয়েছে, সেই পুষ্টির মান ঠিক রাখতে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কিভাবে নিজেদের উদ্যোগে বীজ ও ফসল সংরক্ষণ করতে হবে এই সকল বিষয়ে পরামর্শ প্রদান করেন।
সংলাপে কৃষক ও অন্যান্য অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কর্মকর্তারা।
কৃষক সংলাপে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৫০ জন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কিষান-কিষাণী অংশগ্রহণ করে।