মাদারগঞ্জ

মাদারগঞ্জে ইজিবাইক চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশুর

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে ইজিবাইক চাপায় আমির হামজা ( ০৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ( ২৮ আগষ্ট) সকাল ১০টায় এই দূর্ঘটনা ঘটলেও বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহত আমির হামজা কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকার সামিউল ইসলামের ছেলে।

তবে মায়ের সাথে নানার বাড়ি গুনারীতলা ইউনিয়নের চরগোপালপুর এলাকায় থাকতেন শিশু আমির হামজা।

নিহত শিশুর স্বজনেরা জানাম- শিশুটি নানা বাড়ির পাশের রাস্তা দৌড়ে পার হওয়ার সময় একটি চলন্ত ইজিবাইক তাকে চাপা দেয়। এসময় ইজিবাইকটির চাকা শিশুটির বুকের উপর দিয়ে যায়। এতে আমির হামজা বুকে গুরুতর আঘাত পেলে স্বজনেরা প্রাথমিকভাবে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। স্বজনরা জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন- ইজিবাইক চাপায় শিশু মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button