রৌমারী-চর রাজিবপুর

সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে , ইয়াবা, গরু ও আসামী আটক

মাসুদ পারভেজ, রৌমারী: “মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ২৯ আগস্ট ২০২৫ ইং রোজ শুক্রবার চোরাচালান বিরোধী অপারেশন বিভিন্ন স্থানে পরিচালনা করা হয়।

শুক্রবার ২৯ আগস্ট আনুমানিক সকাল ১১ টার দিকে সাহেবের আলগা বিওপি’র টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার সময় সীমান্ত পিলার ১০৫১/২-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর নামক স্থান হতে ভারতীয় ০৪টি ষাড় গরু আটক করতে সক্ষম হয়। জব্দ হওয়া গরুগুলো রৌমারী কাষ্টমস্ এ জমা করা হয়েছে।

শুক্রবার ২৯ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে খেয়ারচর বিওপি’র টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় সীমান্ত পিলার ১০৭১/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেয়ারচর রাবার ড্রাম ব্রীজ নামক স্থান থেকে ১৫ পিস ইয়াবাসহ মোঃ ফারুক হোসেন (২৮), নামে একজমকে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যসহ আসামী রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি মহাপরিচালক কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি।

Related Articles

Back to top button