বকশীগঞ্জ

বিদ্যুৎস্পর্শে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যের মৃত্যু

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে নিজ বাড়িতে বিদ্যুৎস্পর্শে বাংলাদেশ নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্যের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের টিকরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বদিউজ্জামান বদি (৫২) ওই এলাকার মৃত শমসের আলীর ছেলে। তিনি নৌবাহিনীর অবসরপ্রাপ্ত (এলএস) সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান- বদিউজ্জামান বদি দুপুর ২টার দিকে নিজ ঘরের বৈদ্যুতিক লাইনে কাজ করছিলেন। অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।

Related Articles

Back to top button