ইসলামী আন্দোলন বাংলাদেশকে চোখ রাঙিয়ে লাভ নেই-সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
শফিকুল ইসলাম,জামালপুর: জামালপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন- চব্বিশের গণঅভ্যুত্থানে পর আবারও আগের ধারাবাহিকতায় চাঁদাবাজরা আসবে, খুনিরা আসবে, আবারও স্টেশন দখলকারীরা আসবে, ঘাট দখলকারীরা আসবে, দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশে ছাতা ধরবে। এটার জন্য মানুষ জীবন দেয়নি। প্রয়োজন হলে আবারও বাংলাদেশকে স্বাধীন করার জন্য রাজপথে মানুষ নামবে।
রবিবার (০৭ আগষ্ট) বিকেলে শহরের ফৌজদারী মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন- ৫৩ বছর দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে দিনের ভোট রাতে দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র দখল করে নিজেদের প্রার্থীর পক্ষে ব্যালট বাক্স ভরা হয়েছে। অযোগ্য লোকগুলোকে দিয়ে সংসদ বানিয়েছে, গানের আড্ডালয় বানিয়েছে। গানের আড্ডালয় কি আমাদের সংসদ, নাকি দেশ সুন্দর করার জন্য সংসদ? সেখানে তামাশা করা হয়েছে। তাই আমরা পিআর পদ্ধিতিতে নির্বাচন চেয়েছি, কেন? ৩৫ থেকে ৪০ শতাংশ ভোট পেয়ে যারা দেশ পরিচালনা করে, এককভাবে ক্ষমতায় যায়। এরপর সংবিধানকে চটি বই হিসেবে ব্যবহার করে, যখন মনে চায় সেই রকমই সংবিধান পরিবর্তন করে। তাই কেউ কথা না বললেও আমাদের কথা বলতেই হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভয় দেখিয়ে, চোখ রাঙিয়ে লাভ নেই।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালাপুর জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামালের সভাপতিত্বে জনসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা: নাসির উদ্দিন, শুরা সদস্য ডা: সৈয়দ ইউনুছ আহাম্মদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।