সারাদেশ

ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ গ্রেফতার ৩

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে প্রাইভেটকার ও আমদানি নিষিদ্ধ ৪৬ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে বরুয়াজানি রাধার বাঁধ এলাকা থেকে গ্রেফতারের পর দুপুরে তাদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতার ব্যাক্তিরা হলেন- হালুয়াঘাট উপজেলার কড়ইতলী এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে ফারুক হোসেন (৩০), ছাতুঁগাও এলাকার রহুল আমিনের ছেলে সেলিম মিয়া (২০) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার পাথারপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাহিম (৩০)।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান- গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বরুয়াজানী রাধার বাঁধ এলাকায় নালিতাবাড়ী-হালুয়াঘাট রোডে অবস্থান নেয় পুলিশ। এসময় একটি সাদা প্রাইভেটকারকে থামতে সংকেত দিলে প্রাইভেটকার থামিয়ে জড়িতরা পালানোর চেষ্টা করলে পুলিশ ৩ জনকে আটক করে। তবে জড়িত অপর জন দৌড়ে পালিয়ে যায়। পরে প্রাইভেটকারে তল্লাশি করে দু’টি প্লাস্টিকের বস্তায় ভর্তি ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

Related Articles

Back to top button