ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয় উপলক্ষে দোয়া মাহফিল
হৃদয় আহম্মেদ,জামালপুর: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নিরঙ্কুশ বিজয় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৯টা ৩০ মিনিটে জামালপুরে হযরত শাহজামাল (রহ.) হাসপাতাল লিমিটেডের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা সেক্রেটারি আসাদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা ও শহর শাখার নেতৃবৃন্দসহ সাধারণ মানুষজন।
হাসপাতালের পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল তার বক্তব্যে বলেন- ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এই বিজয় শিক্ষার্থীদের সত্য ও ন্যায়ের পথে অটল থাকার প্রতিফলন। আমরা বিশ্বাস করি এই বিজয়ের মাধ্যমে দেশের শিক্ষাঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
জামালপুর জেলা শিবির সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন- শিক্ষার্থীদের এই নিরঙ্কুশ রায় প্রমাণ করেছে তারা দেশ ও জাতির কল্যাণে সঠিক নেতৃত্বকে সমর্থন করেছে। এই বিজয় ন্যায়, আদর্শ ও ইতিবাচক রাজনীতির বিজয়।
জামালপুর জেলা শিবিরের সেক্রেটারি আসাদুল ইসলাম বলেন- ডাকসু নির্বাচন কেবল একটি নির্বাচন নয়, এটি শিক্ষার্থীদের স্বপ্ন ও অধিকার রক্ষার আন্দোলনের বিজয়। আমরা বিশ্বাস করি এই জয় ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে অনুপ্রাণিত করবে।
সরকারি আশেক মাহমুদ কলেজ শিবির সভাপতি শামসুদ্দিন সুলাইমান বলেন-ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা প্রমাণ করেছে তারা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে। এই বিজয় শিক্ষাঙ্গনে শান্তি, শৃঙ্খলা ও ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে।
দোয়া মাহফিলে বক্তারা বিজয়ের জন্য শুকরিয়া আদায় করেন এবং দেশের শান্তি, উন্নয়ন ও কল্যাণ কামনা করেন।