জামালপুর

ঔষধ ফার্মেসীতে অভিযান, দুই দোকানে জরিমানা

জাহাঙ্গীর আলম জামালপুর: জামালপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সিটি মেডিকেল হল ও আলম মেডিকেল হলে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় শহরের স্টেশন রোডে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরীফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময়  বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা উপস্থিত ছিলেন।

এ সময় শহরের বিভিন্ন বাজারে কিছু ফার্মেসি ও বস্ত্রালয় পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে ওষুধের মুল্য তুলে ফেলে বিক্রয়ের অভিযোগে মেসার্স আলম মেডিকেল হলকে ৩ হাজার ও ভারতীয় পণ্যে ২ নাম্বার খুশকি নাশক শ্যাম্পুর বোতল বিক্রি এবং বিভিন্ন মেয়াদোত্তির্ণ মুখের ক্রীম প্রদর্শনের অপরাধের জন্য সিটি মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জামালপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরীফুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘আমি নিজেই ক্রেতা হয়ে শ্যাম্পু ক্রয় করেছিলাম। শ্যাম্পুটি ২ নাম্বার মনে হয়েছে তাই জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Related Articles

Back to top button