জামালপুর

গাজীপুরকে ৩-১ গোলে হারালো জামালপুর

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জামালপুরে অনুষ্ঠিত হলো জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল ম্যাচ। বিকেলে জেলা স্টেডিয়ামে যুব ও ক্রিড়া মন্ত্রনালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে দ্বিতীয় লেগ-এর হোম ম্যাচটি মাঠে গড়ায়।

ম্যাচটি উদ্বোধন করেন জামালপুর অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। তার সাথে উপস্থিত ছিলেন জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এড. শাহ মো: ওয়ারেছ আলী মামুন ও সাধারণ সম্পাদক আরাফাত হোসেন আকন্দসহ অনেকে।

দ্বিতীয় এই ম্যাচটির নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র থাকায় ট্রাইবেকারের মাধ্যেমে গাজীপুর জেলাকে ৩-১ গোলে হারিয়েছে জামালপুর জেলা। এর আগে গাজীপুরের মাঠে ২-২ গোলে ড্র হয়ে শেষ হয় প্রথম লেগের ম্যাচটি।

এই খেলার মাধ্যমে তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই করে জাতীয় দলের জন্য প্রস্তুত করার কথা জানান আয়োজকরা।

Related Articles

Back to top button