রৌমারী-চর রাজিবপুর

রৌমারীতে ইয়াবাসহ আটক-১

মাসুদ পারভেজ,রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রৌমারী সোনালী ব্যাংক সংলগ্ন সিয়াম কাউন্টার পশ্চিম পাশের একটি দোকান থেকে ইয়াবাসহ ঐ ব্যক্তিকে আটক করা হয়।

আটক হওয়া রাকিব (৩৫) রৌমারী সদর ইউনিয়নের হেলিপ্যাড এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।

বিজিবি জানায়- সীমান্ত পিলার ১০৬৪ থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  ৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ রাকিবকে আটক করা হয়। জব্দ হওয়া মাদকদ্রব্যসহ আটক রাকিবকে রৌমারী থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে ।

বিজিবির পক্ষ থেকে জানা গেছে, মাদকের বিরুদ্ধে বিজিবি মহাপরিচালক কর্তৃক ঘোষিত “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সীমান্ত এলাকায় মাদক ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

Related Articles

Back to top button