দেওয়ানগঞ্জ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটকের পর জেল হাজতে

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আইজুর হোসেন (৩৫) কে আটকের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রবিবার জেলা জজ কোর্টের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার রাত ৩ টার দিকে উপজেলার সানান্দবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়- ২০০৪ সালে আইজুর হোসেন একই গ্রামের এক শিশুকে ধর্ষণ করে। তার প্রেক্ষিতে ২০০৪ সালের ১৬ ফেব্রুয়ারী ওই শিশুর বাবা ঝালু শেখ বাদী হয়ে আইজুর হোসেনের নামে ধর্ষণ মামলা দায়ের করেন। সে মামলায় ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর জামালপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আইজুর হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা করে রায় দেন ।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান- পালাতক আসামি আইজুর হোসেনকে গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব তিনি নিজেই দেন। আইজুরকে রোববার আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button