ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে জামালপুরে মানববন্ধন
হৃদয় আহাম্মেদ,জামালপুর: ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ ও বৈষম্যের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ইসলামী ব্যাংকের সামনে এই কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশি পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
জামালপুর ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
কর্মসূচিতে অংশ নেন শতাধিক চাকরি প্রত্যাশী ও সাধারণ গ্রাহক। তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বছরের পর বছর ধরে চলছে, যার ফলে মেধাবী প্রার্থীরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা বলেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রভাবশালী একটি গোষ্ঠী, বিশেষ করে এস আলম গ্রুপের প্রভাবে ইসলামী ব্যাংকে বিপুল পরিমাণ অবৈধ নিয়োগ সম্পন্ন হয়েছে। এসব নিয়োগ বাতিল করে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চালুর দাবি জানান তারা।
মানববন্ধনে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের আহ্বায়ক আবু সায়েম বলেন- ২০১৭ সাল থেকে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে প্রভাবশালী চক্র অবৈধভাবে লোক নিয়োগ দিয়েছে। এতে প্রকৃত মেধাবী তরুণেরা চাকরির সুযোগ হারাচ্ছেন। আমরা চাই, এসব অবৈধ নিয়োগ বাতিল করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা হোক।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ব্যানারে লেখা ছিল মেধার বিকাশ চাই, দুর্নীতি নয় এবং এস আলমের অবৈধ নিয়োগের বিচার চাই।
কর্মসূচির সঞ্চালনায় ছিলেন দেলোয়ার হোসেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দাবি বাস্তবায়নের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেন এবং অবৈধ নিয়োগের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।