রৌমারী-চর রাজিবপুররাজনীতি

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিল্লাত পুত্র শোভন

মাসুদ পারভেজ,রৌমারী (কুড়িগ্রাম): দুর্নীতি মুক্ত সমাজ গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও উন্নয়নের কাজ করতে চান ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন। জামালপুর-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এর পুত্র ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী,রাজিবপুর ও চিলমারী) আসনে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি পেশায় একজন আইনজীবি। রাজনৈতিকভাবেও দীর্ঘদিন থেকে সক্রিয় ভূমিকা পালন করছেন। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে দলের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশ নিচ্ছেন এবং এলাকায় একটি সুশাসন ও উন্নয়নমুখী রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।

মনোনয়ন প্রত্যাশী শাহাদাৎ বিন জামান শোভন-এর সাথে কথা হলে তিনি বলেন-আমার রাজনৈতিক লক্ষ্য হলো দুর্নীতি মুক্ত একটি সমাজ গঠন করা, তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, এলাকার অবকাঠামোগত উন্নয়ন বিশেষ করে রাস্তাঘাট সংস্কার ও নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জনই আমার মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন- কুড়িগ্রাম-৪ আসনে দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি বিশ্বাস করি জনগণের প্রত্যয় ও ধানের শীষের পক্ষে বিপুল ভোটে বিজয় অর্জন করা সম্ভব। জনগণ পরিবর্তন চায়, উন্নয়ন চায়। সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে চাই আমি।

এলাকার রাজনৈতিকসহ সর্ব মহলের অনেকে বলছে- তরুণ নেতৃত্ব হিসেবে ব্যারিস্টার শোভনের অংশগ্রহণ আগামী নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

Related Articles

Back to top button