রৌমারী-চর রাজিবপুর

সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১

মাসুদ পারভেজ,রৌমারী (কুড়িগ্রাম):  “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়”—এই অঙ্গীকারকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়- রাতে সাহেবের আলগা বিওপির টহল দল ডিগ্রীরচর এলাকা থেকে ভারতীয় গরু ২টি ও মহিষ ২টি আটক করে। একই দিনে সকালে কামালপুর বিওপি’র টহল দল রামরামপুর এলাকায় অভিযান চালিয়ে ৯৩ পিস ইয়াবাসহ মো. পাগলা হযরত নামে একজনকে আটক করা হয়।

পাগলা হযরত জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের  ইমাম হোসেন এর সন্তান।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য ও পশুসম্পদ আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button