প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, থানায় অভিযোগ
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে মানসিক ও দৃষ্টি প্রতিবন্ধী এক শিশুকে (১২) ধর্ষনের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পিতা।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে ভুক্তভোগী শিশুটির পিতা বাদী হয়ে একজন কে আসামী করে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এর আগে সেদিন ভোরে উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর মধ্যপাড়া গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে।
অভিযোগ থেকে জানা যায়- শুক্রবার ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই শিশু ঘর থেকে বাইরে বের হয়। এ সময় উৎপেতে থাকা প্রতিবেশী আলম কারী (৬৮) মেয়েটির মুখ চেপে ধরে পাশের একটি ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে অভিযুক্ত আলম কারীকে আটক করে বাড়ির লোকজন। পরে সুযোগ বুঝে সটকে পড়ে আলম কারী।
ভুক্তভোগী শিশুটির ভাষ্য, বাবা মা কে খুন করবে এই ভয় দেখিয়ে প্রায় দেড় বছর আগে থেকে আলম কারী তাকে ধর্ষণ করে। ভয়ে এতদিন সে বিষয়টি গোপন রাখে। আজ ভোরে আবারও তাকে জোর করে মুখ চেপে ধরে ধর্ষণ করে।
শিশুটির পিতা বলেন, আমি ভোরে জেগে ওঠে ধর্ষককে হাতে নাতে ধরেছি। থানায় মামলা করছি। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত অলম কারীর সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন- অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।