সরকারি গাছ চুরির অভিযোগে বাবা-ছেলেসহ ৫জনের নামে মামলা: বাবা কারাগারে
স্টাফ রিপোর্টার: জামালপুরের ইসলামপুরে সরকারি গাছ চুরির অভিযোগে বাবা-ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গতকাল সোমবার (২০ অক্টোবর) বিকেলে ওই মামলায় পুলিশ আব্দুল মোতালেব (৫৪) নামে এক আসামিকে জামালপুরের আদালতে হাজির করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আব্দুল মোতালেব উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মালমারা নয়াপাড়া গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে।
এর আগে রোববার (১৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার গোয়ালেরচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. বেলাল উদ্দিন বাদী হয়ে ইসলামপুর থানায় মামলাটি দায়ের করেন। রাতেই ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানার নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মোজাম্মেল হকসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজবসত বাড়ি থেকে আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করে।
মামলার অন্য আসামিরা হলো আব্দুল মোতালেবের ছেলে রুহুল আমিন (২৫), একই এলাকার মৃত বাহাদুর আলীর ছেলে হাসমত আলী (২২), দরবেশ আলীর ছেলে জামির মিয়া (২৮) এবং গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর সরকারপাড়া গ্রামের মৃত বাহাজ উদ্দিন মন্ডলের ছেলে হাসেন আলী (৫০)। এ ছাড়া মামলায় আরও অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করা হয়েছে।
মামলা থেকে জানা গেছে- গত ১৫ অক্টোবর রাতে
পরিকল্পিতভাবে দা, করাত, কুড়াল এবং ভ্যান গাড়ি নিয়ে আসামিরা মালমারা তালতলা পাকা রাস্তায় রোপণকৃত তিনটি ইউক্যালিপ্টাস গাছ কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
২০০৮ সালে সরকারি অর্থে মালমারা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনায় গাছগুলো রোপণ করা হয়।
কতিপয় আসামিরা নাপিতেরচর সরকারপাড়ার কাঠ ব্যবসায়ী হাসেন আলীর কাছে ইউক্যালিপ্টাস গাছগুলো বিক্রি করে।
মালমারা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক সুজা উদ্দৌলা বলেন, ‘আমাদের সমিতির মাধ্যমে সরকারি অর্থে গাছগুলো রোপণ করা হয়েছে।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, ‘রাস্তায় রোপণ করা সরকারি গাছ চুরির ঘটনায় মামলা হয়েছে। আব্দুল মোতালেব নামে এক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলমান।’
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, ‘সরকারি গাছ চুরির সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আর যাতে কেউই সরকারি গাছ আত্মসাৎ করার সাহস না দেখায়। সেকারণেই মামলা করার অনুমিত দেওয়া হয়েছে।’