জামালপুর

প্রধান শিক্ষকের নির্দেশে গাছ কাটা: সাংবাদিক দেখে বন্ধ হলো কাজ

হৃদয় আহম্মেদ, জামালপুর: জামালপুর শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার শাহজামাল নিম্ন মাধ্যমিক একাডেমিতে গাছ কাটার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আখতারুজ্জামানের বিরুদ্ধে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান- বিদ্যালয় প্রাঙ্গণে একাধিক গাছ কেটে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করা হয়। প্রায় ১০০ মন-এর মতো কাঠ স্থানীয়ভাবে বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে প্রধান শিক্ষক বিষয়টি টের পেয়ে দ্রুত গাছ কাটা বন্ধ করে দেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়- বিদ্যালয়ের মাঠ ও চারপাশে ছড়িয়ে রয়েছে কাটা ডালপালা ও মোটা গাছের গুঁড়ি। কয়েকটি গাছ অল্পের জন্য কাটা থেকে রক্ষা পেয়েছে। এতে বিদ্যালয়ের সবুজ পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক আখতারুজ্জামান বলেন, “আমি গাছ কাটিনি, শুধু ডালগুলো কেটেছি। ছাত্রদের খেলাধুলায় সমস্যা হচ্ছিল বলে ডাল ছাঁটাই করা হয়েছে।”

তবে স্থানীয়রা দাবি করেছেন, এটি কেবল ডাল ছাঁটাই নয় পুরো গাছ কাটার নির্দেশ প্রধান শিক্ষকের পক্ষ থেকেই দেওয়া হয়েছিল। তাদের অভিযোগ, বিদ্যালয়ের সম্পত্তি বিক্রির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তিনি।

অভিভাবক ও এলাকাবাসীরা বলেন, “বিদ্যালয়ের সম্পদ বিক্রি করে কেউ ব্যক্তিগত লাভবান হতে পারে না।”

তারা শাহজামাল নিম্ন মাধ্যমিক একাডেমির এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Related Articles

Back to top button