রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারি গ্রেপ্তার
হৃদয় আহাম্মেদ,জামালপুর: জামালপুর রেলওয়ে পুলিশের অভিযানে একজন টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৮টি আসনের ৩টি অনলাইন টিকিট ও ১৫০০ টাকা উদ্ধার করা হয়।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে জামালপুর রেলওয়ে থানা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী যৌথভাবে স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জামাল (৪০)। তিনি পেশাদার টিকিট কালোবাজারি হিসেবে দীর্ঘদিন ধরে অনলাইন ও কাউন্টার থেকে ট্রেনের টিকিট সংগ্রহ করে দ্বিগুণ দামে বিক্রি করতেন বলে জানা গেছে।
রেলওয়ে পুলিশ জানায়- মো. জামাল তার পরিচিত লোকজনের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনলাইনে অগ্রিম টিকিট সংগ্রহ করতেন। চাহিদাসম্পন্ন রুটের টিকিট সংরক্ষণ করে রাখতেন এবং যাত্রীরা ফোন করলে তাদের কাছে বেশি দামে বিক্রি করতেন। তিনি স্টেশন এলাকাতেও যাত্রীদের কাছে সরাসরি টিকিট বিক্রির কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ।