সরিষাবাড়ী

শামীম তালুকদারকে নিয়ে অপপ্রচার, থানায় জিডি ও প্রতিবাদ

মো: শাওন মোল্লা: জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানায় কয়েকটি সাধারন ডায়েরী হয়েছে। আর এসবের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি শামীম তালুকদার, দুলাল উদ্দিন ও মুর্শেদ আলম সরিষাবাড়ী থানায় পৃথক কয়েকটি সাধারন ডায়েরী করেন।

আর পুরো বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শামীম তালুকদার।

বৃহস্পতিবার দুপুরে জেলার সরিষাবাড়ী উপজেলার আরামনগর বাজার এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন- আসন্ন নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে আমার নামে অপপ্রচার চালাচ্ছে একটি পক্ষ। পাশাপাশি যমুনা ফার্টিলাইজার সার কারখানায় লেবার কন্ট্রাক্ট ঠিকাদারি কাজের বিষয়ে একটা মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে আমি কিছুই জানি না।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান- আমরা কয়েকটি জিডি পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Back to top button