বিশেষ সংবাদ

বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রবাসীর জমি দখল- প্রকাশিত সংবাদে বিএনপি নেতাদের প্রতিবাদ

৩১ অক্টোবর শুক্রবার Jamalpurnews24.comসহ একাধিক গনমাধ্যমে ‘বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রবাসীর জমি দখল, থানায় জিডি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যেই সংবাদে উল্লেখ করা হয় শহরতলীর দাপুনিয়া এলাকায় প্রবাসী মোঃ কামরুজ্জামানের স্ত্রী তাসমিনা জামানের সাড়ে আট শতাংশ জমি দখলের চেষ্টা করা হয়েছে।

মূলত- মমিনুর রহমান বাদে পাঁচজন একত্রিত হয়ে চলতি বছরে ২ জুন তারিখে জামালপুর শহরতলীর দাপুনিয়া মৌজার ১৬.৯৩ শতাংশ জমি মোছাঃ রাবেয়া খাতুন ও মোছাঃ জহুরা বেগমের কাছ থেকে রেজিস্ট্রি বায়না করে। এরপর বায়নাকৃত জমি বুঝিয়ে দেন রাবেয়া খাতুন ও জহুরা বেগম। জমিটি তারা পৈত্রিক সূত্রে পেয়েছে। এসময় জমিতে কোনো সাইনবোর্ড, স্থাপনা, খুটি ও গাছ ছিলো না। এর দেড় মাস পরে তাসমিনা জামান নামে এক মহিলা এসে জমিটি নিজের বলে দাবি করেন। পরে তার দাবির সূত্র ধরে আমরা দাপুনিয়াতে ও ২৫ অক্টোবর দিনে জেলা আইনজীবী সমিতিতে বৈঠক করেও কোনো সমাধান পায়নি। পরে ২৮ অক্টোবর জামালপুর থানায় বৈঠকের আগে প্রবাসী ও তার স্ত্রীর সাথে আমাদের কথা কাটাকাটি হলে বৈঠকটি হয়নি। এরপর আমরা জামালপুর থানায় একটি জিডি করি (জিডি নং-১৯৭৪)। জিডিতে উল্লেখ করা হয়- ২৭ অক্টোবর সকালে সাইফুল আলম, কামরুজ্জামান ও তার ছেলে শাকিব আমাদের জমি দখল করতে যায়। সে সময় বাধা দিতে গেলে আমাদের উপর হামলা করার চেষ্টা করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করেন।

আমরা জমিটি দখল করিনি। জমিটি প্রকৃত মালিকের কাছ থেকে বায়না করা হয়েছে। এখানে দলীয় কোনো প্রভাব খাটানো বা বিএনপির নাম ভাঙানো হয়নি। আর বায়নাপত্রে মমিনুর রহমানের নাম নেই। আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও দলীয়ভাবে মান-সম্মান ক্ষুন্ন করার জন্য তারা এই কাজ করেছেন। তাই আমরা এর তীব্র প্রতিবাদ জানায়।

প্রতিবাদে
মমিনুর রহমান, মাসুদুর রহমান, তানজিনুল ইসলাম, মোঃ মনোয়ার হোসেন ও মোঃ আবুল হাসেম।

Related Articles

Back to top button