সারাদেশ

বিএনপি’র উদ্যোগে নারীদের উঠান বৈঠক

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার লক্ষিডাংড়ি গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে স্থানীয় নারীরা বিএনপি’র প্রতি তাদের প্রত্যাশা এবং বিভিন্ন আর্তসামাজিক সমস্যা ও রাজনৈতিক সমস্যা তুলে ধরেন।

তারা বলেন- দেশের বর্তমান পরিস্থিতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। তারা আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নিজেদের সম্পৃক্তা করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

এ সময় তিনি বলেন-‘বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি শ্রেণি–পেশার মানুষের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে। কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও বিদেশগমনে সরকারি সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করা হবে। চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে এবং ভূমিদস্যুদের উচ্ছেদ করা হবে।’

তিনি আরও বলেন-‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রতিটি জনপদের খবর রাখেন, মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভাবেন। এ আসনে নারী ভোটার বেশী রয়েছেন। দেশকে সমৃদ্ধিশালী করতে হলে নারীদের স্বাবলম্বী করতে হবে। আমরা একটি স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবো। নারীদের কর্মসংস্থান ও আত্মনির্ভর করে গড়ে তুলতে পারলে আমাদের দেশকে এগিয়ে নিতে পারবো।’

তিনি উপস্থিত সকল মা ও বোনদের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

এ সময় উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার নারী প্রতিনিধি ও বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button