যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, অন্তত ৭ জন নিহত
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য কেন্টাকির লুইসভিলে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি করেছে। এতে কমপক্ষে সাতজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে। বিমানটি লুইসভিল মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাওয়াইয়ের হনলুলুর উদ্দেশে উড়াল দিয়েছিল।
কেন্টাকি গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন, কার্গো বিমান বিধ্বস্তের ঘঠনারয় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত ১১ জনের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর। ভিডিও বা ছবিগুলো দেখা যে কেউ বুঝবেন এটি কতটা ভয়াবহ দুর্ঘটনা!
ইউপিএসের সবচেয়ে বড় পার্সেল প্রক্রিয়াকরণ কেন্দ্রটি লুইসভিলে অবস্থিত। এখানে হাজার হাজার কর্মী কাজ করেন, প্রতিদিন প্রায় ৩০০টি ফ্লাইট পরিচালিত হয় এবং প্রতি ঘণ্টায় ৪ লাখের বেশি পার্সেল বাছাই করা হয়।




