ঢাকায় যেখানে ঘোড়া চালানো শেখানো হয়
টগবগ টগবগ করে ঘোড়া ছুটিয়ে রাজকুমার এল রাজকুমারীকে উদ্ধার করতে- এমন গল্পে নিজেকে কল্পনা করতে বেশ লাগে।
তবে রূপকথার গল্পে শুধু রাজকুমার ঘোড়া চালাতে জানলেও, ব্যস্ত শহর ঢাকাতে এখন নারী পুরুষ যে কেউ ঘোড়া চালানো শিখতে পারবেন।
রাজধানীর একশ ফিট সড়কের ‘সানভ্যালি রেসিডেনসিয়াল’ এলাকায়, ‘ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র পেছনে অবস্থিত ‘বুরাক হর্স রাইডিং স্কুল’ নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে।
এখানে শুধু ঘোড়ায় চড়া শেখানো হয় না, বরং ঘোড়ার প্রতি ভালোবাসা ও যত্নের শিক্ষাও দেওয়া হয়।
‘বুরাক হর্স রাইডিং স্কুল’য়ের সহ-প্রতিষ্ঠাতা সাদাত উজ্জ্বল বলেন, “ঘোড়ার সঙ্গে আমাদের সবার শেকড় জড়িত। আমার দাদার ঘোড়া ছিল, আমার বন্ধু ইমরান ওসমানের বাড়িতে এখনও ঘোড়া আছে। আমাদের আরেক সহযোগী রহিম বক্স ইউকে-তে থাকেন, তার আন্দালুসিয়ান ঘোড়ার সংগ্রহ রয়েছে। ছোটবেলার বন্ধু রাতুলও বহুদিন ধরে আমার সঙ্গে ঘোড়ার প্রশিক্ষণে কাজ করছে। আমরা সবাই ছোটবেলা থেকে ঘোড়ার প্রতি উৎসাহী।”
তিনি আরও জানান, তাদের দলে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক রাইডিং প্রশিক্ষক মো. আব্দুস সামাদ, যিনি ২৬ বছর ধরে এই ক্ষেত্রে কাজ করেছেন।
তার অভিজ্ঞতা বুরাকের প্রশিক্ষণে পেশাদারিত্ব ও নিরাপত্তার মান নিশ্চিত করেছে।




