সারাদেশ

গারো পাহাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের গজনী এলাকায় রাস্তার পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, মরদেহটি পঁচে বিকৃত হয়েছে। ধারণা করা হচ্ছে, ৩ থেকে ৪ দিন আগে হত্যা করে রাতের কোনো এক সময়ে এখানে ফেলে রাখা হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, মরদেহটির মুখ সম্পূর্ণ বিকৃত হয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে। মরদেহের পাশে একটি মোবাইল ফোন, একটি চশমা ও একটি ঘড়ি পাওয়া গেছে। এ নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

Related Articles

Back to top button