মেলান্দহ

বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মেলান্দহে সাবেক সচিবের গণমিছিল

সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল এবং সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জুকে চূড়ান্ত মনোনয়ন প্রদানের দাবিতে মেলান্দহে গণজামায়েত ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর ) বিকেলে মেলান্দহ উপজেলার শহীদ মিনার চত্বরে এই গণজামায়েত হয়।

শহীদ মিনারে সমাবেশ শেষে একটি গণমিছিল মেলান্দহ বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চাররাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। শোভাযাত্রায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা রঞ্জু তালুকদার, আজম খান, রেজাউল করিম রেজা ও ছাত্রদল নেতা জনিসহ আরো অনেকে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে একেএম ইহসানুল হক মঞ্জু বলেন-‘মেলান্দহ–মাদারগঞ্জ আসনে বিএনপির ঘোষিত প্রাথমিক মনোনয়ন যথাযথ হয়নি। যোগ্য প্রার্থী মনোনয়ন না পাওয়ার কারণে বারবার এ আসনে দলীয় বিজয় ব্যাহত হয়েছে। স্থানীয় ভোটারদের প্রত্যাশা ও দলের স্বার্থে ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনা করা জরুরি।’

তিনি আরও বলেন-‘নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল করে গ্রহণযোগ্য, যোগ্য এবং জনপ্রিয় নেতাকে মনোনয়ন দিতে হবে। মেলান্দহ মাদারগঞ্জবাসীর দাবি দলের কেন্দ্রীয় কমিটির কাছে পৌঁছে গেছে, এখন সিদ্ধান্তের অপেক্ষা।’

পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

উল্লেখ্য, মেলান্দহ-মাদারগঞ্জ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন মোস্তাফিজুর রহমান বাবুল।

Related Articles

Back to top button