ইসলামপুর

ইসলামপুরে জামায়াতের ইসলামীর নির্বাচনী সমাবেশ ও গণমিছিল

ফিরোজ শাহ,ইসলামপুর: জামালপুর ইসলামপুরে বাংলাদেশ জামায়াতের ইসলামীর উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে ইসলামপুর অডিটোরিয়াম প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে এ নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ ও গণমিছিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও জামালপুর-২  আসনের জামায়াত মনোনীত সংসদ পদ প্রার্থী ড. অধ্যক্ষ মাওঃ ছামিউল হক ফারুকী।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইসলামপুর উপজেলা শাখার আমীর মুহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আবু মুছার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শূরা সদস্য ও ইসলামপুর নির্বাচনী আসন পরিচালক মাওলানা আমজাদ হোসেন।

এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি পৌর মেয়র প্রার্থী মোঃ মনির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি উজ্জ্বলসহ আরো অনেকে।

সমাবেশে স্থানীয় নেতা-কর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি গণমিছিল অডিটোরিয়াম প্রাঙ্গন থেকে শুরু হয়ে থানা মোড় বটতলা চত্বরে এসে শেষ হয়।

Related Articles

Back to top button