মাদারগঞ্জ

জামায়াত নেতার বাড়িতে আগুন:১৫ লাখ টাকার ক্ষতি

এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জামায়াত নেতা পরাগ আহম্মদের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (০১ ডিসেম্বর) দুপুর আনুমানিক দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরাগ আহম্মেদ ঐ এলাকার প্রয়াত দুদু মাস্টারের ছেলে এবং স্থানীয় ৯নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডে ঘরের দুটি কক্ষের আসবাবপত্র, রক্ষিত নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরাগ আহম্মেদ।

পরাগ আহম্মদ বলেন-“দুপুর ২টার দিকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারিনি।”

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইনস্পেক্টর মো. দেলোয়ার হোসেন বলেন-“ফোনকল ও লোক মারফত খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক গোলযোগের কারণে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

Related Articles

Back to top button