জামায়াত নেতার বাড়িতে আগুন:১৫ লাখ টাকার ক্ষতি
এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জামায়াত নেতা পরাগ আহম্মদের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (০১ ডিসেম্বর) দুপুর আনুমানিক দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরাগ আহম্মেদ ঐ এলাকার প্রয়াত দুদু মাস্টারের ছেলে এবং স্থানীয় ৯নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে ঘরের দুটি কক্ষের আসবাবপত্র, রক্ষিত নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরাগ আহম্মেদ।
পরাগ আহম্মদ বলেন-“দুপুর ২টার দিকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারিনি।”
মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইনস্পেক্টর মো. দেলোয়ার হোসেন বলেন-“ফোনকল ও লোক মারফত খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক গোলযোগের কারণে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”




