ইসলামপুরে মেডিকেল কর্মচারীদের কর্মবিরতি, রোগীদের ভোগান্তি
ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি চলছে। এতে হাসপাতালে আগত রোগী এবং ভর্তি থাকা রোগীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের ফটকের সামনে অর্ধ দিবস কর্মবিরতি কর্মসূচি পালন করে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
এতে বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন ইসলামপুর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন কিরন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ও অর্থ সম্পাদক মোঃ নওরোজ্জামান।
বক্তারা জানান-দেশের সরকারি হাসপাতাল, স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত হাসপাতাল ও বিশেষায়িত ইনস্টিটিউটে কর্মরত স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ ন্যায্য দাবি তাদের।
এসময় উপস্থিত ছিলেন মিলন হাসান, শহিদুল ইসলাম, ইমান হাসান, আল-আমিন, সজীব হোসেনসহ ইসলামপুর ইন্সটিটিউট অফ হেল্থ টেকনোলজিস্টের বিভিন্ন বিভাগের শিক্ষর্থীরা আন্দোলনে অংশ নেয়।
কর্মবিরতির কারণে সকাল থেকেই হাসপাতালের ফার্মেসি ও ল্যাবরেটরির সামনে দীর্ঘ লাইন দেখা যায়। প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে সেবাগ্রহীতাদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
দাবি মানা না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
ফার্মেসির সামনে ওষুধের অপেক্ষায় থাকা গাইবান্ধা ইউনিয়নের বাসিন্দা নাসিমা বলেন,বাড়িতে বাচ্চা রেখে ডাক্তার দেখাতে এসেছি। ওষুধ নেওয়ার জন্য প্রায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। ফার্মাসিস্টরা তাদের দাবি আদায়ের জন্য কর্মবিরতি করছে, আর আমরা পড়েছি ভোগান্তিতে।




