দলিল লেখকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
শাওন মোল্লা,জামালপুর: জামালপুর সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি রাশেদুল হাসান নওশাদের উপর হামলা ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি মানববন্ধন হয়েছে।
জামালপুর পৌর এলাকার পাথালিয়া গ্রামবাসী ও সদর দলিল লেখক সমিতি এই মানববন্ধন করে।
বুধবার দুপুর ২ টার দিকে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নওশাদের স্ত্রী চামেলী আক্তার, ছেলে তানভির আল হাসান, জুয়েল ও এলাকাবাসী।
এসময় বক্তারা বলেন- গত ২৫ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে শহরের বুড়ির দোকান মোড় এলাকায় একদল সন্ত্রাসী রাশেদুল হাসানের ওপর আতঙ্ক সৃষ্টি করে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় রাশেদুল হাসানের ছেলে তানভীর আল হাসান বাদী হয়ে জামালপুর থানায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
বাদী তানভীর আল হাসান বলেন-‘হত্যার উদ্দেশ্যে আমার বাবার মাথায় একাধিক আঘাত করা হয়েছে। এখনো তিনি মৃত্যু শয্যায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আদালত জামালপুর সদর থানার ওসিকে মামলাটি এফআইআর করার নির্দেশ প্রদান করেছেন। মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরাও করলেও তাদের গ্রেফতারে কোন পদক্ষেপ নিচ্ছেন না ‘
এই বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) নাজমুস সাকিব বলেন- মানববন্ধন হয়েছে জেনেছি। আদালত থেকে এখনো কোন নির্দেশনার কপি পাইনি। পেলে নির্দেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।




