খালেদা জিয়ার আরোগ্য কামনায় মোনাজাত পরিচালনা করলেন মিল্লাত
মতিন রহমান, বকশীগঞ্জ: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জামালপুরের বকশীগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ১১ নম্বর সেক্টরের ধানুয়া কামালপুর পাক-হানাদার মুক্ত দিবস-এর দিনেই ধানুয়া কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করে ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপি।
দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এম রশিদুজ্জামান মিল্লাত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সকলের ভালোবাসার কথা তুলে ধরে বলেন- “দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় নেত্রীতে পরিণত হয়েছেন। তাঁর অসুস্থতায় দলমত নির্বিশেষে সকলে প্রাণ খুলে দোয়া করছেন। বেগম খালেদা জিয়ার সুস্থতার পাশাপাশি দেশের শান্তি, কল্যাণ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কৃষিবিদ অধ্যাপক আব্দুল্লাহ আল মোকাদ্দেছ রিপন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান শরীফ ইমুর সঞ্চালনায় এই অনুষ্ঠান পরিচালিত হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন-বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদসহ বকশীগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।




