জামালপুর

ব্রহ্মপুত্র নদ ভরাট করে রাস্তা নির্মানের চেষ্টা, মাটি সড়িয়ে দিলো প্রশাসন 

স্টাফ রিপোর্টার: জামালপুর ও শেরপুর সীমান্ত এলাকায় শহর রক্ষা বাঁধের রেলিং ভেঙে ব্রহ্মপুত্র নদের উপর সড়ক নির্মানের চেষ্টা করছিলো একটি পক্ষ৷ পরে দুই জেলার প্রশাসন খবর পেয়ে রাস্তা নির্মানের জন্য দেওয়া মাটি সড়িয়ে দেয়।

শুক্রবার বিকেলে জামালপুর শহরের চালাপড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় সড়কের মাটি সরাতে গেলে স্থানীয়রা বাঁধা প্রদান করে ৷

স্থানীয়রা জানান, দীর্ঘ দিন থেকে রাস্তা না থাকায় নদী পারাপার হতে পারেন না তারা। তাই বিভিন্ন দপ্তরে গিয়ে কোনো সুরাহা না পেয়ে শহর রক্ষা বাঁধের রেলিং ভেঙে নদে মাটি ফেলে রাস্তা তৈরির চেষ্টা করছিলো তারা৷

তবে বিষয়টি নজরে আসায় জামালপুর ও শেরপুর জেলা প্রশাসন যৌথভাবে অভিযান করে নদের উপর রাস্তা তৈরিতে ফেলে রাখা মাটি সরিয়ে দেয় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটরা। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থাও নেওয়ার কথা জানান তারা।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন, জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার।

Related Articles

Back to top button