ইসলামপুর

ইসলামপুরে ছাত্র-যুব ও নাগরিক সমাবেশ 

ফিরোজ শাহ,ইসলামপুর: জামালপুরের ইসলামপুরে ছাত্র-যুব ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ইসলামপুর কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও যুবসমাজ উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. অধ্যক্ষ মাওলানা ছামিউল হক ফারুকী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুছা।

ইসলামপুর উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আবু মুছার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার,জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি মুহিবুর রহমান মুহিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর জিএস সাঈদ বিন হাবিবসহ জেলা উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি গণ মিছিল শহরে বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ শেষে ইসলামপুর বটতলা চত্বরে এসে শেষ হয়।

Related Articles

Back to top button