দেওয়ানগঞ্জ
অসময়ে নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার: অসময়ে জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীর ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন রোধে ব্যবস্থা গ্রহনের জন্য মানববন্ধন করেছেন নদী তীরবর্তী বাসিন্দারা।
রোববার বেলা সাড়ে ১১ টার দিকে চিকাজানী ইউনিয়নের হুদার মোড় এলাকায় গ্রামবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন- দীর্ঘদিন যাবত যমুনা নদীর খোলা বাড়ি থেকে চর ডাকাতিয়া পাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ভাঙন চলছে। ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে স্কুলসহ শতাধিক বসতভিটা ও কয়েক একর ফসলী জমি। ভাঙন হুমকিতে রয়েছে নৌ থানা। অসময়ের এই ভাঙনে নির্ঘুম রাত পার করছেন নদী পাড়ের মানুষ। বিষয়টি স্থানীয় প্রশাসনকে বার বার জানিয়েও কোনো সুরাহা পায়নি তারা।
তাই ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি তাদের। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন বক্তারা।




