মাহিন্দ্র ট্রাক্টরের চাপায় নিহত মাদ্রাসা ছাত্র হৃদয়
এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে মাহিন্দ্র ট্রাক্টরের চাপায় হৃদয় (৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় ভেলামারি পূর্বপাড়া গ্রামের ফরিদুল ইসলাম হংকং-এর ছেলে। সে ভেলামারি পূর্বপাড়া দারুল উলুম ইসলামিয়া হেফজ মাদ্রাসা ও এতিমখানার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিশুটির চাচা সালাউদ্দিন শাহীন জানান- বিকেল পাঁচটার দিকে হৃদয় স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলছিল। এ সময় একটি মাহিন্দ্র ট্রাক্টর একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যালয় মাঠে ঢুকে পড়ে। নিয়ন্ত্রণহীন ট্রাক্টরটি মাঠে খেলা করা হৃদয়কে চাপা দিলে সে গুরুতর আহত হয়।
পরে পরিবার লোকজন হৃদয়কে গুরুতর আহত অবস্থায় জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন- “ঘটনাটি শুনেছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




