এম আর সাইফুল ও মতিন রহমান: জামালপুরের মাদারগঞ্জ ও বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটির উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দুই উপজেলাতে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধন ও পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা হাবিবুর রহমান, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবীর, পাটাদহ কয়রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা জাহান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মাহবুবুর রহমান।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্য সামনে রেখে বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে শহরের প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সংগঠনের প্রতিনিধিরা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।
মানববন্ধন শেষে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসমা-উল-হুসনার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসা আক্তার, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, গণঅধিকার পরিষদের আহ্বায়ক প্রকৌশলী শাহরিয়ার আহমেদ সুমন ও এনসিপির প্রধান সমন্বয়ক মোসাদ্দিকুর রহমান মানিক।
বক্তারা বলেন, দুর্নীতি জাতীয় অগ্রগতির পথে প্রধান অন্তরায়। এখনই যদি তরুণ প্রজন্ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার না হয়, তবে ভবিষ্যৎ প্রজন্মকে এর চড়া মূল্য দিতে হবে। তাঁরা সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেন এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।




