মেলান্দহ
জাবিপ্রবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা
মো: মিরাজুল ইসলাম,জাবিপ্রবি: সন্ত্রাসীদের গুলিতে শহীদ হওয়া আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রজ নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের সাধারণ শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
নামাজের ইমামতি করেন হাফেজ মো. মামুনর রশিদ। জানাজা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা শরীফ ওসমান হাদির ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।
বক্তারা বলেন, শরীফ ওসমান ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে এক নির্ভীক কণ্ঠস্বর। তাকে হত্যার মাধ্যমে একটি আদর্শকে স্তব্ধ করা যাবে না।
জানাজায় অংশ নেওয়া শিক্ষার্থীরা শরীফ ওসমানের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, দেশপ্রেমিক এই নেতার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং তার দেখানো পথে আধিপত্যবাদ বিরোধী লড়াই অব্যাহত থাকবে।
জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।




