মেলান্দহমাদারগঞ্জ

মনোনয়ন ফরম নিলেন বিএনপির প্রার্থী বাবুল

সাকিব আল হাসান নাহিদ,মেলান্দহ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তিনি মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জিন্নাতুল আরার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল কবির মুঞ্জু, সহ-সভাপতি আব্দুর রহিম ও নূরুল আলম সিদ্দিকি। পাশাপাশি মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনজুরুল কবির বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, মেলান্দহ পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন হাওলাদারসহ মেলান্দহ, মাদারগঞ্জ ও হাজরাবাড়ী উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন- এই আসনের মানুষের ভালোবাসায় আমি সিক্ত। দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার জনগণ ভোট প্রদানের জন্য প্রস্তুত। মানুষের জীবনমান উন্নয়ন, বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্যই এই নির্বাচন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জামালপুর-৩ আসনের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে, ইনশাআল্লাহ।

Related Articles

Back to top button