গ্যাসের চাপ কম, উৎপাদন শুরু করতে পারছে না যমুনা সার কারখানা
স্টাফ রিপোর্টার: গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন কার্যক্রম শুরু করতে পারছে না দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (জেএফসিএল)।
দীর্ঘ বিরতির পর সম্প্রতি গ্যাস সংযোগ পুনরায় দেওয়া হলেও পর্যাপ্ত চাপ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে।
কারখানা সূত্রে জানা গেছে- ২০২৪ সালের ১৫ জানুয়ারি ঘোড়াশাল-পলাশ সার কারখানায় উৎপাদন সচল রাখার জন্য যমুনা সার কারখানার গ্যাস সংযোগ প্রত্যাহার করে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। এর ফলে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রায় ২৩ মাস পর চলতি বছরের ২৪ নভেম্বর সন্ধ্যায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কারখানাটিতে পুনরায় গ্যাস সংযোগ দেয়। গ্যাস সংযোগ পাওয়ার পর কারখানা কর্তৃপক্ষ যান্ত্রিক ত্রুটি মেরামত করে উৎপাদন কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেয়। তবে গ্যাসের চাপ কম থাকায় ইউরিয়া উৎপাদন শুরু করা সম্ভব হয়নি।
যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন- ‘দীর্ঘ ২৩ মাস পর গ্যাস সংযোগ ফিরে পাওয়ায় আমরা উৎপাদন শুরুর সব প্রস্তুতি নিয়েছিলাম। যান্ত্রিক ত্রুটি মেরামতের পর উৎপাদনে যাওয়ার কথা ছিল। কিন্তু ঠিক তখনই গ্যাসের চাপ কমে যায়।’
তিনি আরও বলেন, ‘পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকলে ইউরিয়া উৎপাদন সম্ভব নয়। বিষয়টি ইতিমধ্যে বিসিআইসি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
কারখানা কর্তৃপক্ষ আশা করছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে দ্রুত উৎপাদন কার্যক্রম শুরু করা যাবে।




