মেলান্দহ

আচরণ বিধি লঙ্ঘন: বিএনপির প্রার্থী ও তার স্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ

শাওন মোল্লা,জামালপুর: জামালপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল ও তার স্ত্রীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।

মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক।

এর আগে সন্ধ্যায় নির্বাচনী এলাকা জামালপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং জামালপুর সিভিল জজ (বকশীগঞ্জ) আরিফ হোসাইন স্বাক্ষরিত পত্রে এই নোটিশ জারি করা হয়।

নোটিশে বলা হয়-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মাদারগঞ্জ ও মেলান্দহ) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছে মোস্তাফিজুর রহমান বাবুল ও তার স্ত্রী। সেই প্রচারণার ভিডিও নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়েছে। সেই ভিডিও পর্যালোচনায় দেখা গেছে গতকাল ২২ ডিসেম্বর রাতে মেলান্দহ উপজেলার গোবিন্দী খানবাড়ী এলাকায় দোয়া মাহফিলের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের উপস্থিতিতে তার স্ত্রী তুহিনা আক্তার শিউলি তার বক্তব্যে ভোট চেয়েছেন। পাশাপাশি আরও কথাও বলেছেন। যেটিতে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ৩ এবং ১৮ এর লঙ্ঘন হয়েছে।

জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক বলেন- যদি কোনো প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করে। সে যে দলেরই প্রার্থী হোক না কোনো তার বিরুদ্ধে অভিযোগ ও প্রমাণ পাওয়া গেলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ‘

Related Articles

Back to top button