দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে ট্রেনের শিডিউল বিপর্যয়, ভোগান্তিতে শত শত যাত্রী

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: গফরগাঁও স্টেশনে ট্রেন অবরোধের কারণে দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী শত শত যাত্রী।

রবিবার বিকেলে দেওয়ানগঞ্জ বাজার স্টেশনে সরজমিনে গিয়ে দেখা যায়- ঢাকাগামী শত শত যাত্রী তিস্তা এক্সপ্রেস ট্রেনের অপেক্ষা করছেন। তিস্তা এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৩টায় ঢাকার উদ্দেশ্যে দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা ৬ টায় দেওয়ানগঞ্জ স্টেশনে এসে পৌঁছায়নি।

স্টেশন কতৃপক্ষ বলছেন- গফরগাঁও বিএনপির এমপি প্রার্থী আক্তারুজ্জামানের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ট্রেন অবরোধ করে আন্দোলন করছেন বিএনপির একাংশের কর্মীরা যে কারণে এ রুটে ট্রেনের শিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে।

তিস্তা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ফয়সাল আরেফিন বলেন-‘ট্রেন ধরতে যথাসময়ে স্টেশনে এসেছি। এসে জানতে পারলাম গফরগাঁও স্টেশনে ট্রেন অবরোধের কারণে তিস্তা ট্রেন এখনো আসেনি। কখন আসবে তাও সঠিক ভাবে বলছে না কর্তৃপক্ষ।’

নাহিদা আরেফিন নামে আরেক যাত্রী বলেন-‘জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে হচ্ছে, স্টেশনে এসে দেখি ট্রেনের শিডিউল বিপর্যয়। ট্রেন এখনও আসেনি, কখন আসবে কখন ছাড়বে ভেবে পাচ্ছি না।’

এ বিষয়ে দেওয়ানগঞ্জ রেলওয়ে ষ্টেশন মাস্টার আব্দুল বাতেন জানান- গফরগাঁওে ট্রেন অবরোধের কারণে ট্রেনের সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। গতকাল থেকে এ সমস্যা হয়েছে, সাধারণত ব্রক্ষপূত্র এক্সপ্রেস রাতের ১২-১২:৩০ এর মধ্যে দেওয়ানগঞ্জ স্টেশনে প্রবেশ করে এবং ভোর ৬:৪০ মিনিটে। ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখানে ট্রেনটি আজ সকাল আটটায় স্টেশনে পৌঁছে এবং সকাল নয়টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। দেওয়ানগঞ্জ কমিউটার দুপুর ১:১৫ মিনিটে ঢাকার দিকে যাত্রা করার কথা থাকলেও বিকেল পৌনে পাঁচটায় ছেড়ে গেছে। তিস্তা এক্সপ্রেস ট্রেনটি দুপুর তিনটায় ঢাকার উদ্দেশ্যে ছেরে যাওয়ায় কথা থাকলেও ট্রেনটি এখনও দেওয়ানগঞ্জ এসে পৌঁছায়নি। আশা করছি রাত আটটার দিকে ট্রেনটি দেওয়ানগঞ্জ স্টেশনে এসে পৌঁছবে। পৌঁছানোর কিছু সময় পরে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।অনাকাঙ্ক্ষিত এই যাত্রী দুর্ভোগের কারণে আমরা দুঃখ প্রকাশ করছি।

Related Articles

Back to top button